খেলা বিভাগে ফিরে যান

২০২৩-এ কাদের বিরুদ্ধে খেলবেন রোহিত-বিরাটরা? দেখে নিন সূচি

January 2, 2023 | 2 min read

২০২৩-এ টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে। বিরাট-রোহিতদের ক্রীড়াসূচি এ বছরও ঠাঁসা রয়েছে । এবছর একই সাথে রয়েছে একদিনের বিশ্বকাপ এবং এশিয়া কাপ। তাছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিয়যিলান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ। দেখে নিন এ বছর ভারতের পুরুষ ক্রিকেট দল কবে কোথায় কাদের সঙ্গে কোন ম্যাচ খেলবে –

জানুয়ারি: ভারত বনাম শ্রীলঙ্কা (হোম)

১ম টি-২০ (৩ জানুয়ারি)- মুম্বই
২য় টি-২০ (৫ জানুয়ারি)- পুনে
৩য় টি-২০ (৭ জানুয়ারি)- রাজকোট
১ম ওডিআই (জানুয়ারি ১০) – গুয়াহাটি
২য় ওডিআই (১২ জানুয়ারি)- কলকাতা
৩য় ওডিআই (১৫ জানুয়ারি) – তিরুবনন্তপুরম

জানুয়ারি/ফেব্রুয়ারি: ভারত বনাম নিউজিল্যান্ড (হোম)


১ম ওডিআই (হায়দরাবাদ)- ১৮ জানুয়ারি
২য় ওডিআই (রায়পুর)- ২১ জানুয়ারি
৩য় ওডিআই (ইন্দোর)- ২৪ জানুয়ারি
১ম টি-২০ (রাঁচি)- ২৭ জানুয়ারি
২য় টি-২০ (লখনউ)- ২৯ জানুয়ারি
৩য় টি-২০ (আহমেদাবাদ)- ১ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি/মার্চ: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)
১ম টেস্ট (নাগপুর)- ৯-১৩ ফেব্রুয়ারি
২য় টেস্ট (দিল্লি)- ১৭-২১ ফেব্রুয়ারি
৩য় টেস্ট (ধরমশালা)- ১-৫ মার্চ
৪র্থ টেস্ট (আহমেদাবাদ)- ৯-১৩ মার্চ
১ম ওডিআই (মুম্বই)- ১৭ মার্চ
২য় ওডিআই (বিশাখাপত্তনম) – ১৯ মার্চ
৩য় ওডিআই (চেন্নাই)- ২২ মার্চ

মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত আইপিএল চলবে । ওই সময় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে না ভারত।

জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ভারতের দ্বিতীয় দল হিসাবে ফাইনালে খেলার সম্ভবনা প্রবল।

জুলাই/আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (অ্যাওয়ে)
এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলা হবে। বিস্তারিত সূচি ঘোষণা করা হবে।

সেপ্টেম্বর: এশিয়া কাপ (অ্যাওয়ে)
পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার কথা রয়েছে তবে বিসিসিআই (BCCI) এবং পিসিবির (PCB) মধ্যে মতবিরোধের কারণে পরিবর্তন হতে পারে আয়োজক ।

অক্টোবর ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)
বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া।

অক্টোবর/নভেম্বর: আইসিসি আয়োজিত পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ

নভেম্বর/ডিসেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া বনাম ভারত (অ্যাওয়ে)
এ বছরে তৃতীয়বারের মতো ভারতে পাঁচটি টি-২০ খেলতে আসবে অস্ট্রেলিয়া।

ডিসেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে)

টিম ইন্ডিয়ার বছরের শেষ সিরিজ দক্ষিণ আফ্রিকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC, #Team India, #Matches, #2023, #Cricket, #BCCI

আরো দেখুন