আজ নোটবন্দি মামলার রায় দান, চাপে পড়বে মোদী সরকার?
নোট বাতিলের সিদ্ধান্ত কি আদৌ ঠিক ছিল? সে মামলায় আজ রায় দেবে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। শীতকালীন অবসরের পর আজ সুপ্রিম কোর্ট খুলছে, আজই নোটবাতিল নিয়ে রায় দেওয়া হবে। বিচারপতি আব্দুল নাজিরের নেতৃত্বে থাকা পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের দুই বিচারপতি আজ রায় পড়বেন। বলাবাহুল্য, দুটি রায় হবে। দুটি রায়ই কি এক হবে? নাকি আলাদ, তা নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। মোদী সরকার (Modi government) এবং বিজেপি, উভয়ই যথেষ্ট চাপে। পাঁচ বিচারপতিদের মধ্যে তিনজন যদি মোদী সরকারের নোট বাতিলের বিরুদ্ধে রায় দেন, তাহলেই মুখ পুড়বে মোদী সরকারের। ২৪-এর আগে তা বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেই ওয়াকিবহাল মহলের মত।
উল্লেখ্য, নোটবাতিল (Demonetisation Case) নিয়ে এখনও অবধি ৫৮টি মামলা শুনেছে দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ। গত ৭ ডিসেম্বর মামলার শুনানি শেষে রায় দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। নোটবাতিল সংক্রান্ত মামলায় বিচারপতি আব্দুল নজিরের নেতৃত্বে গঠিত পাঁচ সদসস্যের সাংবিধানিক বেঞ্চের অন্যরা হলেন বিচারপতি বি আর গাভাই, বিচারপতি এ এস বোপ্পানা, বিচারপতি ভি রামসুক্ষ্মণ্য এবং বিচারপতি বি ভি নাগারাথন। বিচারপতি গাভাই এবং বিচারপতি নাগারাথন আজ রায় দেবেন। তারা পৃথকভাবে রায় লিখেছেন বলেই জানা গিয়েছে। এতেই চাপ বেড়েছে মোদী সরকারের। এখন দেখার কী রায় দেন বিচারপতিরা।