নোটবন্দি মামলায় বিচারপতির আপত্তি, তবে কেন্দ্রকেই মান্যতা দিল সুপ্রিমকোর্ট
২০২৩-এর শুরুতেই ২০১৬ সালে কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তকেই মান্যতা দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) ৫ জন বিচারপতির একটি বেঞ্চ।
তবে এই পাঁচ বিচারপতির বেঞ্চের অন্যতম সদস্য, জাস্টিস বিবি নাগরত্না ভিন্নমত পোষণ করেন যে ৫০০ এবং ১০০০ টাকার নোটের পুরো সিরিজের নোটবাতিল একটি আইনের মাধ্যমে করা উচিত ছিল, একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নয়। তিনি মত পোষণ করেন যে, সংসদ দেশের একটি ক্ষুদ্রাকৃতি। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু সংসদকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে এড়িয়ে যাওয়া ঠিক হয়নি। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নোটবন্দির (Demonetisation Case) সিদ্ধান্ত সঠিক নয় বলে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন জাস্টিস বিবি নাগরত্না।
আজ সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সরকার যে বৈধ পথেই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল, জানায় সুপ্রিম কোর্ট।
বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্নার সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মোদী সরকার ২০১৬ সালের ৮ নভেম্বর সন্ধেবেলা এই নোটবন্দির কথা আচমকাই ঘোষণা করেছিল ।