বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী, শোকস্তব্ধ টলিপাড়া

January 3, 2023 | < 1 min read

প্রয়াত পরিচালক সন্দীপ চৌধুরী। পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।

সন্দীপ চৌধরী বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর সন্দীপকে ইকবালপুরের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। ৩ জানুয়ারি, মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

‘এরাও শত্রু’, ‘উড়ন তুবড়ি’র মতো মেগা সিরিয়ালের পরিচালক ছিলেন তিনি। ‘কন্যাদান’ ধারাবাহিকের সংলাপের দায়িত্ব ছিল তাঁর। সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্ত-জিতু কমলকে নিয়ে ছবি করার কথা ছিল তাঁর। ছবির নামও ঘোষণা করা হয়েছিল ‘বিদ্রোহিনী’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Director, #TeleSerial, #RIP, #Sandip Chowdhury, #Tollywood

আরো দেখুন