খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত বাংলার কিংবদন্তি ফুটবলার শ্যামল ঘোষ

January 4, 2023 | < 1 min read

প্রয়াত বাংলার কিংবদন্তি, সাত এর দশকের বিখ্যাত ফুটবলার শ্যামল ঘোষ। মঙ্গলবার রাত ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি ময়দানের অন্যতম সেরা ডিফেন্ডার হিসাবে সুপরিচিত ছিলেন। ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান এই তিন ক্লাবেই দাপিয়ে খেলেছেন তিনি। তাঁর জীবনে অর্জন করেছিলেন একাধিক ট্রফি। খেলেছিলেন খিদিরপুরের জার্সিতেও। তিনি বাংলার হয়ে জিতেছিলেন সন্তোষ ট্রফিও।

কোচ হিসাবেও অনবদ্য সাফল্য পেয়েছেন। ১৯৯৩ সালে ইস্টবেঙ্গলের কোচ-এর দায়িত্বভার নেন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাঁকে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। কিশোর ভাইচুং ভুটিয়াকে আবিষ্কার করেছিলেন তিনি। এককথায় তাঁর হাতেই হাতেখড়ি হয়েছিল বাইচুংয়ের। নিজের প্রাক্তন কোচের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।

দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল বিকেলে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপরেই তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াতে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shyamal Ghosh, #East Bengal, #Football

আরো দেখুন