তীর্থস্থানে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ছে রাজ্য
তীর্থযাত্রীদের জন্যে অভিনব উদ্যোগ নিতে চলেছে বাংলার সরকার। বাংলার সমস্ত তীর্থস্থানে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে চাইছে রাজ্য। ইতিমধ্যেই পর্যটন দপ্তরের উদ্যোগে বাংলার বিভিন্ন জেলার তীর্থস্থানের তালিকা তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে তীর্থস্থানগুলির ঠিকানা ও বিস্তারিত বর্ণনা এসে পৌঁছেছে। তালিকা অনুযায়ী শুরু হতে চলেছে পরিকাঠামো তৈরির কাজ। বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের জন্য র্যাম্প, রেলিং, হুইল চেয়ার, বিশেষ ধরনের টয়লেট, বিশ্রামকক্ষ এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের পরিকাঠামো নির্মাণ করা হবে বলে খবর মিলেছে।
বিভিন্ন ধর্মীয় ও তীর্থস্থানে যাওয়া পর্যটকদের একটা বড় অংশ প্রবীণ নাগরিক ফলে তাঁদের কথা মাথায় রেখেই এমনটা করা হচ্ছে। সেই সঙ্গে বিশেষভাবে সক্ষমদের কথা চিন্তা করেই রাজ্য সরকারের এমন উদ্যোগ নিচ্ছে। ফলে তীর্থস্থানযাত্রা সবার জন্যই আরও নিরাপদ হবে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরিকাঠামো থাকলে, সুবিধা পাবেন তারা। ডেভেলপমেন্ট অথরিটির আওতাভুক্ত তীর্থস্থানগুলির ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে পর্যটন দপ্তর। তারপরেই পরিকাঠামোগত উন্নয়নের কাজ আরম্ভ হবে।