উত্তুরে হাওয়ায় পারদপতন, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রাজ্যে
নতুন বছরে বাংলায় শীতের দাপুটে ব্যাটিং। কনকনে হিমেল হাওয়ায় ওভার বাউন্ডারি হাকাচ্ছে শীত। রাতের তো বটেই দিনেও অনেকটা কমেছে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
এবার রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ হতে পারে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারের পর কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৫ দিনে প্রায় ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। যেখানে উত্তরবঙ্গে তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ৫ দিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবারের পর উত্তুরে হওয়ার দাপট ক্রমশ বাড়বে। আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। বাড়বে উত্তুরে হওয়ার দাপট।