বিনোদন বিভাগে ফিরে যান

পাঠান বিতর্কে শপিং মলে বজরং দলের হামলাকে ঘিরে উত্তাল সমাজ মাধ্যম

January 5, 2023 | < 1 min read

পাঠান বিতর্কে উত্তাল গোটা দেশ, বেশরম রঙ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দীপিকার গেরুয়া বিকিনিকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। আজও সেই বিতর্ক চলছে। বলা ভাল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিজেপির নেতা-কর্মী থেকে শুরু করে গেরুয়া শিবিরের বিভিন্ন হিন্দুত্ববাদী​ শাখা সংগঠনের তরফে বারবার পাঠান বয়কটের ডাক দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ছবিটি প্রেক্ষাগৃহে চলতে দেওয়া হবে না। সম্প্রতি আহমেদাবাদের কর্ণাভাতি এলাকার এক শপিং মলে বজরং দল হামলা চালিয়েছে, সেখানে শাহরুখ খানের আসন্ন ছবি পাঠানের প্রচার চলছিল। তখনই বজরং দলের সদস্যরা মলে ঢুকে পড়েন এবং ভাঙচোর চালান। সিনেমার সমস্ত বিজ্ঞাপন, ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। হামলার ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। গুজরাত বজরং দল নিজেরাই সেটি পোস্ট করেছেন। এ নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছে নেটিজেনরা।

বজরং দলের ওই হামলার ভিডিও পোস্ট করে কেউ কেউ প্রশ্ন করছেন, বজরং দলকে কি কখনও হাথরাস বা দিল্লির ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছে? হামলাকে ঘিরে মিম, ট্রোলও তৈরি হয়েছে। একদা নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, “ম্যায় পাঠান কা বাচ্চা হু।” (আমি পাঠানের সন্তান) এই বক্তব্য নিয়েও ট্রোল হচ্ছে নেটপাড়ায়। সাফ কথায়, বিজেপি ও হিন্দুত্ববাদীদের এই সিনেমা বয়কটের রাজনীতিতে আমজনতা ক্ষুব্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

#shah rukh khan, #Bajrang Dal, #Pathaan

আরো দেখুন