রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশিত নয়া ভোটার তালিকা, রাজ্যে ভোটার বাড়ল ১৩ লাখ

January 6, 2023 | < 1 min read

জাতীয় নির্বাচন কমিশন তরফে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল। বাংলায় প্রায় ১৩ লক্ষ ৩৪ হাজার ভোটার বাড়ল। নতুন তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা হল ৭,৫২,০৮,৩৭৭। এবারও বাংলায় মহিলা ভোটারের হার ভাল। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮২,৩৬,৫০৭ জন। মহিলা ভোটার সংখ্যা ৩,৬৯,৭০,০৭১। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭৯৯ জন।

প্রায় ১৩,৩৩,২৫১ জন নতুন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ভোটার তালিকা থেকে ৪,১৫,২২৯ জনের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বাংলায় মোট ভোটারের ১.২৪% ভোটার বেড়েছে এই রাজ্যে। ১৮ বছর থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ২.২০%। সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন। ​​নয়া ভোটার তালিকা অনুযায়ীই আসন্ন পঞ্চায়েত ভোট হবে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter list, #Election commision, #West Bengal

আরো দেখুন