রাজ্য বিভাগে ফিরে যান

শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যোগ শিক্ষা সংসদের

January 7, 2023 | < 1 min read

শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন ২০১২-র একাধিক অংশকে এবার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল, পকসো (The Protection of Children from Sexual Offences Act) আইনের মাধ্যমে শিশু যৌন নির্যাতনের বিরুদ্ধে আইনি সুরক্ষা এবং সহায়তা সম্পর্কে ছাত্র-ছাত্রী এবং তাদের অবিভাবকদের সচেতন করা।


সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শরীরশিক্ষা পাঠ্যক্রমে যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইনের একাধিক অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম শ্রেণির এই বইতে ছবি-সহ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।


এই প্রথম বিভিন্ন আইনের কথা উল্লেখ করে সিলেবাসে তা বিশদে অন্তর্ভূক্ত করা হল। কেবলমাত্র যৌন সচেতনতায় প্রতিরোধের পাঠ নয়, এবারে সিলেবাসে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ সম্পর্কেও বিষদে জানান হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sex Education, #education dept, #West Bengal, #Child abuse, #children

আরো দেখুন