বাংলায় বন্দে ভারতে পাথর ছোঁড়া নিয়ে ভুয়ো খবর, সাংবাদিকদের নোটিশ রাজ্যের
বন্দে ভারত নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলছে। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় উত্তাল হয়েছিল বাংলা। কিন্তু রেল তরফে ভিডিও প্রকাশ করে জানানো হয়, পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটেছিল বিহারে। বিহারের ঘটনাই বাংলার বলে দাবি করে, নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। একাধিক সংবাদমাধ্যম তা নিয়ে খবরও করেছিল। কিন্তু সত্য সামনে আসতেই নড়েচড়ে বসল রাজ্যের পুলিশ-প্রশাসন। জানা নিয়েছে, ভুয়ো খবর ছড়ানোর দায়ে সাংবাদিকদের নোটিশ পাঠিয়েছে বেলেঘাটা থানা।
জানা যাচ্ছে, ৬ জানুয়ারি দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে বেলাঘাটা থানা এহেন পদক্ষেপ করেছে। যাদের নোটিশ পাঠানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, সিএনএন নিউজ ১৮-এর কমলিকা সেনগুপ্ত, জি নিউজের পূজা মেহতা, দ্যি প্রিন্টের শ্রেয়সী দে, টেলিভিশন জার্নালিস্ট নিখিল চৌধুরী, ইন্ডিয়া টুডে-র ইন্দ্রজিত কুন্ডু, টাইমস নাও ডিজিটালের তমাল সাহা। এছাড়াও ইন্ডিয়া টুডে ডিজিটাল, টাইমস নাও ডিজিটাল এবং রিপাবলিক বাংলা ডিজিটালের রেস্পন্ডেন্টদের নোটিশ পাঠানো হয়েছে। সাংবাদিকরা ছাড়াও তালিকায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অংশুল সাক্সেনা এবং বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।