রাজ্য বিভাগে ফিরে যান

এগোচ্ছে বাংলার অর্থনীতি, ডাকঘরে স্বল্প সঞ্চয়ের নিরিখে দেশে শীর্ষে বাংলা

January 8, 2023 | < 1 min read

ক্রমেই এগোচ্ছে বাংলার অর্থনীতি। ডাকঘরের স্বল্প সঞ্চয়ের নিরিখে দেশে সেরার স্থান দখল করল বাংলা। স্বল্প সঞ্চয়ের নিরিখে দেশে প্রথম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। ২০২১-২২ অর্থ বছরে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে সরকারের ঘরে। ডাকঘর তরফে বলা হয়েছে, এত বিপুল টাকা এর আগে কখনও জমা পড়েনি। এটা সর্বকালীন রেকর্ড।

পরিসংখ্যান জানাচ্ছে, বিগত অর্থ বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় বাবদ মোট আদায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা জমা পড়েছিল ডাকঘরে। যার মধ্যে এক লক্ষ কোটি টাকা, মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রকল্পগুলির প্রাপ্য হিসেবে গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা বাদ দিয়ে, নিট আয় হয়েছে ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। উল্লেখ্য, মোট এবং নিট আয়ের নিরিখে, দুই ক্ষেত্রেই দেশের মধ্যে শীর্ষে বাংলা। মোট আয় দ্বিতীয় স্থানে রয়েছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। নিট আয়ের নিরিখে স্থানে রয়েছে দ্বিতীয় মহারাষ্ট্র।

বাংলায় ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে ২০২০-২১ অর্থ বছরে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা আয় হয়েছিল। ডাকঘরের কর্তারা বলছেন, ইতিমধ্যেই আদায় সর্বকালীন রেকর্ড করে ফেলেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যাঙ্কগুলি যেভাবে সুদের হার কমিয়ে যাচ্ছে, তার জেরেই সঞ্চয় প্রকল্পগুলিতে মানুষের আগ্রহ বেড়েছে। তাতেই গ্রাহকরা ঝাঁপিয়ে পড়ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #post office, #Economy

আরো দেখুন