সেপ্টেম্বর মাসেই ভারত-পাক মহারণ! রইল #AsiaCup2023-এর খুঁটিনাটি
গত বারের মতো এবারেও এশিয়া কাপ ২০২৩-এ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। কিন্তু এশিয়া কাপ (Asia Cup ODI 2023)-এর ভেন্যু নিয়ে এই দুই দেশের দ্বন্দ্ব চলছিল। এর মাঝেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আগামী দুই বছরের জন্য ক্যালেন্ডার ঘোষণা করেছে।
গত ৫ই জানুয়ারি, টুইটারে ২০২৩-২৪ মরসুমে ক্রিকেট ফিক্সচার ঘোষণা করেছেন এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। এ বারের ফরম্যাট থাকছে ৫০ ওভারের। চলতি বছরের সেপ্টেম্বরেই ফের ভারত-পাক মহারণ।
ACC-র ঘোষিত ২০২৩-২৪ মরসুমের ফিক্সচার অনুযায়ী, ১৪৫টি ম্যাচ খেলার কথা। ২০২৩ সালের ওডিআই এশিয়া কাপ সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সরাসরি এন্ট্রি পাবে। মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গ্রুপ পর্বে রয়েছে ৬টি ম্যাচ। ৬টি দলের মধ্যে ৩টি করে দল নিয়ে ২টি গ্রুপ গড়া হবে। সুপার ফোর স্টেজে পা রাখবে দুটি গ্রুপের শীর্ষ দুই দল। সুপার ফোর পর্বে আরও ৬টি ম্যাচ। এরপর ফাইনাল।