জাঁকিয়ে বসেছে শীত বাংলায়। পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ইনিংস খেলেই চলেছে বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্রই হাড়কাঁপুনি ঠান্ডা।
গতকাল তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি, আজ ১৩.২ ডিগ্রি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বুধবার পর্যন্ত কিছুটা করে বাড়তে থাকবে তাপমাত্রা এবং বৃহস্পতিবার থেকে আবারও পতনের পূর্বাভাস।
আজ সারাদিন কলকাতায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাবে, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।