কলকাতা বিভাগে ফিরে যান

কলেজের পাশাপাশি Zomatoর ডেলিভারি-জীবনযুদ্ধ চলছে জাতীয় ফুটবলার পৌলোমীর

January 10, 2023 | < 1 min read

জাতীয় দলের ফুটবলার ছিলেন। যিনি পিঠে ফুটবল কিটের ব্যাগ নিয়ে দেশে-বিদেশে ঘুরতেন এখন তাঁর পিঠে জোম্যাটোর ব্যাগ। মহানগর কলকাতার অলিতে-গলিতেই জোম্যাটোর হয়ে খাবার ডেলিভারি করেন বেহালার পৌলমী অধিকারী ।

বেহালার শিবরামপুরে বাড়ি পৌলমী অধিকারীর। মা নেই, বাবা থাকলেও সংসারের বোঝা অধিকাংশই পৌলমীর কাঁধে। একটা সময় ভারতের হয়ে অনূর্ধ ১৬ ও ১৯ দলে খেলেছেন পৌলমী। খেলতে গিয়েছেন জার্মানি, আমেরিকা, লন্ডন, স্কটল্যান্ড পর্যন্ত । আজ তাঁর দিনে কখনও ১৫০ টাকা, কখনও ৩০০ টাকা আয় হয় । এভাবেই দিন চলছে তাঁর। পৌলমীর বাড়িতে পদক ও সার্টিফিকেটে ভর্তি। মাঠ ছেড়ে থাকতে মন চায় না। কিন্তু, বাধ্য হয়ে আজ এই পেশাকে বেছে নিয়েছেন ।

পৌলমীর আক্ষেপ মেয়েদের কথা কেউ কোনওদিনই ভাবে না। তিনি আরও বলেন কারও কাছ থেকে কোনওদিন সাহায্য পাননি ।

পৌলমীর কথায়, তিনি চাইছেন, তাঁর মতো অবস্থা যেন কোনও মেয়ের না হয়। তাদের ফুটবল জীবন যেন শেষ না হয়ে যায় সেই প্রার্থনাই করছেন। পৌলমী আরও বলেন, “অনেকেই আছেন ভাল করে খেতে পান না, খেলার জুতো কিনতে পারেন না, তাঁদের দিকটাও যেন ভাবা হয়”।

পৌলমীর লড়াইয়ের কাহিনী এখন সবার মুখে মুখে। পৌলমীর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#poulami adhikari, #national footballer, #womens team, #zomato delivery girl, #football team

আরো দেখুন