ছয় বছর পর ইডেনে one day খেলবে Team India, চড়ছে উন্মাদনার পারদ
প্রায় ছয় বছর পর ওয়ান ডে ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিটেক ম্যাচ আগামী ১২ জানুয়ারি ইডেন গার্ডেনন্সে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। স্বভাবতই আসন্ন ক্রিকেট ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে। টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। প্রায় হাফ যুগ পর ইডেনের সবুজ ঘাসে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সিভি আনান্দ বোসকেও আমন্ত্রণ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যপাল উপস্থিত থাকতে পারছেন না।
সিএবির তরফে জানানো হয়েছে, ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ইডেনে আধুনিক মানের প্রেস বক্স তৈরি করা হয়েছে, সেই সঙ্গে ভিআইপি লাউঞ্জ নতুন সাজে সাজানো হচ্ছে। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সব ধরণের প্রস্তুত সারা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা বৃহস্পতিবারের ম্যাচ উদ্বোধন করবেন। ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্যে রাতে বাড়তি মেট্রো পরিষেবা থাকবে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলও বাড়তি লোকাল ট্রেন চালাবে।
রবিবার থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে সিএবি। অনলাইন এবং অফলাইন মিলিয়ে ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে বলে জানিয়েছে সিএবি। আগামীকাল বুধবার পর্যন্ত টিকিট বিক্রি চলবে। তিন রকম দামের টিকিট রাখা হয়েছে, সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ৬৫০ টাকা। ১০০০ এবং ১৫০০ টাকার টিকিটও থাকছে।