হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

বিকোচ্ছে ভারতে, কিন্তু নিষিদ্ধ বিশ্বে! এক নজরে জেনে নিন

January 10, 2023 | 3 min read

https://youtu.be/71rqrZNhoXw

ভারতে দেদার বিকোলেও এমন অনেক জিনিস রয়েছে যা পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ। এমনই এক ডজন জিনিসের সন্ধান খুঁজলো দৃষ্টিভঙ্গি।

লাইফবয় সাবান

লাইফবয় সাবান, ছবি সৌজন্যে- অ্যামাজন

বিদেশে পশুদের স্নান করানোর জন্যে লাইফবয় ব্যবহার করা হয়। বলা হয়, ত্বকের পক্ষে লাইফবয় ভাল নয়। কিন্তু এদেশে তার রমরমা বাজার।

রেড বুল

রেড বুল, ছবি সৌজন্যে- istock

ফ্রান্স, ডেনমার্ক ইত্যাদি দেশে নিষিদ্ধ, এমনকি অনেক দেশে আঠারো বছরের কম বয়সীদের এই এনার্জি ড্রিংকটি পান করতে দেওয়া হয় না। হাইপারটেনশন থেকে ডিপ্রেশন, হৃদ যন্ত্রের সমস্যা ইত্যাদির মতো রোগ ডেকে আনে রেড বুল।

ডিসপ্রিন

ডিসপ্রিন, ছবি সৌজন্যে- tabletgk

পেস্টিসাইড

পেস্টিসাইড, ছবি সৌজন্যে- GETTY

ভারতে ব্যবহৃত হয় এবং খোলা বাজারে কিনতে পাওয়া যায় এমন প্রায় ৬০ কীটনাশক বিদেশে নিষিদ্ধ।

পাস্তুরাইজ না করা দুধ

পাস্তুরাইজ না করা দুধ, ছবি সৌজন্যে- restaurant.indianretailer

দুধ সুষম খাদ্য, আট থেকে আশি সকলেই তা পান করেন। আমেরিকা এবং কানাডায় পাস্তুরাইজেশন করা ছাড়া দুধ পাওয়াই যায় না। কিন্তু ভারতে পাস্তুরাইজেশন ছাড়াই দুধ বিক্রি করা হয়।

জেলি সুইট

জেলি সুইট, ছবি সৌজন্যে- shutterstock

বিশেষ ধরণের এই লজেন্সটি শিশুদের পক্ষ বিপদ জনক। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় এটি বিক্রি হয় না কিন্তু ভারতে সে’সব বালাই নেই। জেলি সুইট খেয়ে শিশুদের হাজারও সমস্যার অভিযোগ থাকলেও, ভারতে এ জিনিস ব্যান হয়নি।

সামোসা

সামোসা, ছবি সৌজন্যে-YouTube

তেড়ে আসবেন না, please! ভারতীয়দের প্রিয় সিঙ্গারাকে নাকোচ করা দেশটির নাম সোমালিয়া। জঙ্গি গোষ্ঠী শাবাবদের ফতেয়ায় সেদেশে নিষিদ্ধ সিঙ্গারা।

কিন্ডার চকোলেট

কিন্ডার চকোলেট, ছবি সৌজন্যে-YouTube

আমেরিকা কিন্ডার চকোলেটকে রিজেক্ট করেছে, লুফে নিয়েছি আমরা। বাচ্চাদের কিনে দিচ্ছি কিন্ডার জয়।

টাটা ন্যানো

টাটা ন্যানো, ছবি সৌজন্যে-উইকিপিডিয়া

ন্যানোর ক্ষমতা অসীম! ছোট্ট গাড়ি হলেও, এ জিনিস সরকার ফেলে দিতে পারে। সে কী কম কথা! কিন্তু এ গাড়ি নিরাপদ নয়। গ্লোবাল এনসিএপি টেস্ট পাশ করতে পারেনি গাড়িটি। তবু ভারতে দিব্যি চলছে।

মারুতি সুজুকি অল্টো ৮০০

মারুতি সুজুকি অল্টো ৮০০, ছবি সৌজন্যে-cardekho

মারুতি সুজুকি অল্টো ৮০০-ও বিশ্বের বিভিন্ন দেশের পরীক্ষায় উত্তীর্ন হতে পারেনি। যাত্রী নিরাপত্তা বিষয়ে এর প্রাপ্ত নম্বর গোল্লা। ফলে বহু দেশের রাস্তায় এর দেখা না মিললেও, ভারতের রাস্তায় এর সাক্ষাৎ মিলবেই মিলবে!

ডি-কোল্ড টোটাল

ডি-কোল্ড টোটাল, ছবি সৌজন্যে-aajtak

কিডনির জন্যে ডি-কোল্ড টোটাল ক্ষতিকর, তাই বিশ্বের এর তেমন চল নেই। কিন্তু ভারতবাসী একে বুকে টেনে নিয়েছে।

নিমুলিড

নিমুলিড, ছবি সৌজন্যে-aajtak

এটি আবার বেদনানাশক। লিভারের জন্যে বিষাক্ত, তাই আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন একে ঢুকতে দেয়নি। কিন্তু ভারতীয়দের ওষুধের বাক্সে এদের দেখা মেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#products, #Banned, #HTK, #India, #world

আরো দেখুন