আদালতে আত্মসমর্পণ মোদী সরকারের প্রতিমন্ত্রীর! কারণ কী?
আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। ১১ নভেম্বর, ২০২২-এ সোনার দোকানে চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক। সেই মামলায় আজ মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন নিশীথ।
উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে আলিপুরদুয়ারের দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়িয়েছিলকেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। এরপর আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর ২০১৯ সালে নিশীথ প্রামাণিক সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসত MP Court-এ স্থানান্তরিত হয়।
সরকারি আইনজীবী সুত্রে খবর, GR973/09 কেসে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৪১১, ৩৮০ ধারায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিশেষ আবেদনের ভিত্তিতে মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের লোয়ার কোর্টে পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এরপর ১১ নভেম্বর মামলাটির শুনানি ছিল।
আদালত সূত্রে খবর, ওই দিন নিশীথ প্রামাণিকের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার আদালতে পৌঁছন নিশীথ।
এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। আজ সকাল থেকেই আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে।