সচিনকে ছুঁলেন কিং কোহলি, জয় দিয়ে সিরিজ শুরু Team India-র
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতে সিরিজ শুরু করল ভারত। আজ টসে জিতে বিরাটদের ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বিরাট-রোহিত-শুভমনদের দাপটে শ্রীলঙ্কার সামনে পাহাড়প্রমাণ রানের বোঝা চাপালো টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে ৭ উইকেট খুইয়ে ভারতের স্কোর হয় ৩৭৩ রানে। জবাবে লড়েও জয় পেল না শ্রীলঙ্কা। ব্যর্থ হল শ্রীলঙ্কার অধিনায়কের লড়াই। ৫০ ওভার শেষে ৮ খুইয়ে শ্রীলঙ্কার স্কোর হয় ৩০৬। ৬৭ রানে জয়ী হয় ভারত।
৪১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত। ১৪.৫ ওভারে রোহিত-গিল জুটিতে ভর করে শতরানের গন্ডি পার করে ভারত। ১৯.৪ ওভারের ৭০ রান করে সাজঘরে ফেরেন তরুণ ভারতীয় ওপেনার শুভমন গিল। ব্যক্তিগত ৮৩ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত। ৬৭ বলে ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস। অন্যদিকে, দুরন্ত ইনিংস খেলেন কিং কোহলি। ৩৫.২ ওভারে ধনঞ্জয় ডি সিলভার বলে ছক্কা মেরে আজ অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। ৮০ বলে শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। এটি তাঁর ৪৫তম ওডিআই সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩টি শতরানের মালিক হলেন বিরাট। ১১৩ রান করে মাঠ ছাড়েন ভারতের রান মেশিন বিরাট। ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল, কোহলির আজকের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কাসান রাজিথা তিনটি উইকেট পেয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে নবম সেঞ্চুরি করলেন কোহলি। সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন কিং কোহলি। মাস্টার ব্লাস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে আটটি শতরান করেছেন। ওয়ানডেতে একক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড সচিনের রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ন’টি সেঞ্চুরি রয়েছে সচিনের। শ্রীলঙ্কার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ন’টি সেঞ্চুরির মালিক হলেন বিরাট কোহলি। ওডিআইতে ঘরের মাটিতে বিরাট ২০তম সেঞ্চুরি করলেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি, সচিনকে স্পর্শ করেছেন আজ। সচিনও ভারতের মাটিতে ২০টি সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও একাধিক নজির গড়লেন বিরাট। ওয়ানডে ক্যারিয়ারে কোনও একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ রান করলেন বিরাট, শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ এই নজির গড়লেন তিনি।
বিপুল পরিমাণ রানের পাহাড় তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ৫ রানের মাথায় ফার্নান্ডোকে ফেরান মহম্মদ সিরাজ। কুশল মেন্ডিস দাঁড়াতেই পারেননি, শূন্য রানে মহম্মদ সিরাজের বলে প্যাভেলিয়নে ফেরেন তিনি। পথুম নিশাঙ্কা ৭২ রান করে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই আজ দাঁড়াতে পারেননি। একা কুম্ভের ন্যায় লড়াই করে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দসান শনাকা। ৪৩তম ওভারে তিনি নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ৫০তম ওভারে সেঞ্চুরি করেন তিনি। এক ডজন চার ও দুটো ছক্কায় সাজানো ছিল তার ইংনিস। ১০৮ রানে অপরাজিত রইলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে উমরান মালিক তিনটি উইকেট পেয়েছেন, অন্যদিকে মহম্মদ সিরাজের ঝুলিতে গিয়েছে দুটি উইকেট।