যোশীমঠের পর এবার কর্ণপ্রয়াগে ফাটল! দায়ী কি BJP সরকারের ঔদাসীন্যই?
যোশীমঠের মতো কর্ণপ্রয়াগেও দেখ গেল ফাটল। কিন্তু কীসের জন্যে এমনটা বারে বারে হচ্ছে? সরাসরি অভিযোগ উঠছে উত্তরাখণ্ড সরকার ও মোদী সরকারের বিরুদ্ধে। বারংবার সতর্কবাণী শুনেও টনক নড়েনি সরকারের, অপরিকল্পিত ভাবে চলেছে জলবিদ্যুৎ প্রকল্পেরকাজ। তাতেই কি এমন পরিণতির মুখোমুখি হল কর্ণপ্রয়াগে?
কর্ণপ্রয়াগে ফাটল ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক। জানা গিয়েছে, প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ছোটখাটো ভূমিধসও নেমেছে কোথাও কোথাও।
স্থানীয়রাদের দাবি, কর্ণপ্রয়াগের বহগুণা নগর এলাকাতেও ফাটল দেখা গিয়েছে। ফাটলের জেরে এখানকার অনেক পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।কেউ কেউ আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে স্থানীয় পুরসভা। এখনপর্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে কর্ণপ্রয়াগের আপার বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার।
এই ভূমিক্ষয় ও ফাটলের জন্য এনটিপিসির (NTPC) বিদ্যুৎ প্রকল্পকে দায়ী করে বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আপাতত এই প্রকল্পের সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।