দেশ বিভাগে ফিরে যান

ঘনিয়ে আসছে কয়লা সঙ্কট, আত্মনির্ভরতা ভুলে কয়লা আমদানির পথে মোদী সরকার?

January 11, 2023 | < 1 min read

আবারও ঘনিয়ে আসছে কয়লা সঙ্কট। বিদ্যুৎ মন্ত্রকের আশঙ্কা, কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে আড়াই কোটি টন কয়লার ঘাটতি হবে। প্রতি বছর গরমের সময় দেশজুড়ে কয়লায় সঙ্কট দেখা দেয়, এবারও একই জিনিসের পুনরাবৃত্তি হতে চলেছে। আবার আসছে কয়লা সঙ্কটের দিন। বিগত বছর মে মাস নাগাদ, চরমে উঠেছিল জ্বালানি সঙ্কট। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কাছে মাত্র ন’দিনের মতো কয়লা অবশিষ্ট ছিল। সে’সময় মোদী সরকারের বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছিল, অভ্যন্তরীণ কয়লা উৎপাদনের উপর অনেক বেশি জোর দেবে সরকার। আত্মনির্ভর ভারতের বুলিও আওড়ানো হয়েছিল। কিন্তু প্রায় ৮ মাস পর সেই একই ছবি। ফের কয়লা সঙ্কটের মুখোমুখি দেশ। দেশের কয়লা উৎপাদনে সাফল্য আসেনি।

গরম পড়তেই এপ্রিল মাস থেকে বিদ্যুতের প্রবল চাহিদা তৈরি হবে দেশজুড়ে। সে সময় কয়লার সঙ্কট দেখা দিলে, পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। দেশে কার্যত বিদ্যুৎ সঙ্কট অবশ্যম্ভাবী। তাই আত্মনির্ভর ভারতের বুলিকে কিঞ্চিৎ ব্যাকফুটে পাঠিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে এখনই বিদেশ থেকে কয়লা আমদানি শুরু করতে বলা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, আমদানিতে কোনও নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা নেই। বর্তমানে দেশে ৩ লক্ষ টনেরও কম কয়লা মজুত রয়েছে। বিদ্যুৎ মন্ত্রকের বক্তব্য, এই পরিমাণ কয়লা দিয়ে গরমের মরশুমে বিদ্যুতের চাহিদা সমাল দেওয়া সম্ভব নয়।​ এখনই আমদানি শুরু না হলে, কয়লার পরিমাণ শূন্যে পৌঁছবে বলেই আশঙ্কা বিদ্যুৎ মন্ত্রকের। কয়লা আমদানি করলে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। ঘুরপথে সেই আমজনতাকেই মাশুল গুনতে হবে।​​

TwitterFacebookWhatsAppEmailShare

#Coal crisis, #import, #modi govt, #Coal

আরো দেখুন