দেশ বিভাগে ফিরে যান

বেসরকারিকরণ অব্যাহত, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বিক্রির পথে মোদী সরকার?

January 12, 2023 | < 1 min read

মোদী সরকারের ঘোষিত আর্থিক নীতি হল বেসরকারিকরণ। নতুন বছরেও সেই ধারা অব্যাহত, ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেল কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেসরকারিকরণের উদ্যোগ। শোনা যাচ্ছে, চলতি মাসেই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেসরকারিকরণের জন্য আগ্রহ পত্র আহ্বান করতে চলেছে মোদী সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, বিড সংক্রান্ত নথি প্রস্তুত করে ফেলেছে মোদী সরকার, কেবল কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে তৈরি বিশেষ কমিটির অনুমোদনের অপেক্ষামাত্র।

কৌশলে কেন্দ্রের হাতে থাকা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৫৪.৮০ শতাংশ ইকুইটির মধ্যে ৩০.৮ শতাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। জানা গিয়েছিল, সংস্থার নিয়ন্ত্রণ ক্ষমতাও হস্তান্তরিত হবে। সে সময় ঠিক হয়েছিল, বিক্রির পরে সরকারের হাতে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ২৪ শতাংশ শেয়ার থাকবে। যদিও কোনও ভেটো ক্ষমতা থাকবে না কেন্দ্রের হাতে। প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ পর্যন্ত তথ্য বলছে, কনকরের কর্মী সংখ্যা ১ হাজার ৩৫৯ জন। কন্টেনার টার্মিনালের সংখ্যা ৬১টি। ২০২১-২২ অর্থবর্ষে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মোট আয় ছিল ৭ হাজার ৮৫৭ কোটি টাকা। লাভের পরিমাণ ছিল ১ হাজার ৪০৭ কোটি টাকা। তা সত্ত্ববেও বিক্রি করা হচ্ছে সংস্থাটিকে।

রেলের জমির ইজারা নীতি এবং লাইসেন্সিং ফি সম্পর্কে দোনামনায় রয়েছে বিনিয়োগকারীরা। সেই কারণেই এখনও শেয়ার বিক্রির বিষয়টি ঠিক হয়নি। বিগত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত নীতি অনুমোদন করেছে। সেই নয়া নীতিতে বলা হয়েছিল, বাজার মূল্যের ১.৫ শতাংশের দামে ৩৫ বছর পর্যন্ত কার্গো সম্পর্কিত কার্যকলাপের জন্য রেলের জমি দীর্ঘমেয়াদি ইজারা নেওয়া যাবে। মনে করা হচ্ছে, আগামী এক অর্থ বর্ষের মধ্যেই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেসরকারিকরণ সেরে ফেলবে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Container corporation of India, #Privatisation

আরো দেখুন