দেশ বিভাগে ফিরে যান

সাসপেন্ডেড বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে বন্দুকের লাইসেন্স দেওয়া নিয়ে প্রশ্ন

January 12, 2023 | < 1 min read

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা গত বছর একটি টেলিভিশন বিতর্কে মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সারা দেশে। বাংলাতেও গ্রামীণ হাওড়া, মালদহ, মুর্শিদাবাদে একাধিক ঘটনা ঘটেছিল।

এ বার বিজেপি’র সেই প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) ‘আত্মরক্ষার কারণে’ আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ নূপুরের আবেদন মেনে তাঁকে পিস্তল বহনের অনুমতি দিয়েছে।

নূপুরের বিরুদ্ধে একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছিল। কিন্তু কোথাও যাননি তিনি। কলকাতাতেও এফআইআর হয়েছিল নূপুরের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট সাসপেন্ডেড বিজেপি মুখপাত্রকে ভর্ৎসনা করেছে। ফলে প্রশ্ন উঠছে এমন এক জন বিতর্কিত ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স কেন দেওয়া হল?

যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নূপুর শর্মার নিরাপত্তার কারণেই তাঁর আর্জি খতিয়ে দেখার পর বন্দুক রাখার অনুমতি দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Nupur Sharma

আরো দেখুন