← রাজ্য বিভাগে ফিরে যান
কলকাতায় চে কন্যা, নির্ধারিত হবে চে’র জন্ম শতবর্ষ উদযাপনের রূপরেখা
কলকাতায় পা রাখতে চলেছেন বিপ্লবী চে গুয়েভারার কন্যা অ্যালেইদা গুয়েভারা। জানা গিয়েছে, আগামী ২০ ও ২১ জানুয়ারি চে কন্যা শহরের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলেজ স্ট্রিটে ছাত্র-শিক্ষক ও বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে আলোচনাসভা আয়োজিত হবে। সেই আলোচনা সভাগুলিতে হাজির থাকবেন চে কন্যা।
সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার পক্ষে থেকে আজ চে কন্যার সফরসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন অধ্যাপক অঞ্জন বেরা। জানা গিয়েছে, চন্দননগরেও একটি অনুষ্ঠানে যোগ দেবেন অ্যালেইদা গুয়েভারা। উল্লেখ্য, ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে চে-এর জন্ম। বিশ্বজুড়ে এই বিপ্লবীর জন্ম শতবর্ষ উদযাপন হবে। সেই অনুষ্ঠানের রূপরেখা নিয়ে আলোচনা করতেই দেশের নানান শহরে যাবেন চে-কন্যা অ্যালেইদা গুয়েভারা।