হাড়কাঁপানো ঠান্ডা ভ্যানিস, শীতের আমেজ ছাড়াই পিঠে-পুলি খাবে বাঙালি?
উত্তরে অব্যাহত শীতের দাপট, দক্ষিণে বাড়ছে পারদ। এবারেও সংক্রান্তি সময় উধাও হবে শীত। কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। যদিও রবিবারের পরে থেকে ফের পারদ পতনের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডার ব্যাটিং চলবে। সকালের দিকে উত্তরের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমবে।
আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় ২ ডিগ্রিরও বেশি বেড়ে হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ শীতের আমেজ ছাড়াই পায়েস এবং পিঠে খাবে বাঙালিরা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কমেছে উত্তুরে হাওয়ার দাপট কমেছে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস বাংলায় প্রবেশ করছে। এই জোড়া কারণে আগামী কয়েক দিন রাজ্যের পারদ বেশ চড়াই থাকবে।