← বিনোদন বিভাগে ফিরে যান
ছিটকে গেলেন ভারতের দিভিতা রাই, Miss Universe 2022-এর খেতাব গেল মার্কিন মুলুকে
অধরা থেকে গেল স্বপ্ন। মিস ইউনিভার্সের শেষ ১৬ রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের মডেল দিভিতা রাই (Divita Rai)। ৭১ তম মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ২৮ বছর বয়সী মার্কিন মডেল আর বোনি নোলা গ্যাব্রিয়েল। ২০২২ মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছিল আমেরিকার নিউ ওরেল্যান্সে। আজ, ফলাফল ঘোষণা করা হল। গতবারের চ্যাম্পিয়ান ভারতের হরনাজ সান্ধু আজ বোনি গ্যাব্রিয়েলের মাথায় মিস ইউনিভার্সের মুকুটটি পরিয়ে দেন। ৮০ জন প্রতিযোগীর মধ্যে রাউন্ড ১৬ থেকে বিদায় নেন কর্ণাটকের দিভিতা রাই।