দেশ বিভাগে ফিরে যান

হিমাচল প্রদেশে ‘মডেল বাংলা’, চালু হচ্ছে ‘হর ঘর লক্ষ্মী’

January 15, 2023 | < 1 min read

কন্যাশ্রী হোক বা সবুজসাথী, বাংলার সামাজিক প্রকল্পগুলো বারেবারে বিশ্ববন্দিত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল এবং ভিন রাজ্যের সরকার বাংলাকে অনুকরণ করেন। অনুসরণ করেন মডেল বাংলা (Bengal Model)। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে হিমাচলে চালু হতে চলেছে ‘হর ঘর লক্ষ্মী’ (Har Ghar Laxmi scheme)। বিধানসভা নির্বাচনের প্রাককালে, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার হবে।

তারপর নির্বাচন হয়েছে, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪০টি আসন জিতে কংগ্রেস সরকার গড়েছে। এবার ঘোষণা করা হল, ইস্তাহারের প্রতিশ্রুতি রাখতে চলেছে সুখবিন্দর সিং সুখুর সরকার। জানা যাচ্ছে, প্রতিশ্রুতি রূপায়নে কমিটি গঠন করেছে হিমাচল সরকার। দাবি করা হচ্ছে, ৩০ দিনের মধ্যেই নাকি ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Himachal Pradesh, #Har Ghar Laxmi scheme, #Bengal Model

আরো দেখুন