আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

নেপালে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বিমানে ছিল পাঁচ ভারতীয়ও

January 15, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে- ANI

আজ রবিবার নেপালে ভেঙে পড়ল ইয়েতি এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান। জানা গিয়েছে, ৪ জন ক্রুসহ বিমানটিতে ৬৮ জন যাত্রী ছিলেন।

আজ সকালেই কাস্কি জেলার কাছে বিমানটি ভেঙে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্স তরফে খবর মিলেছে, ভেঙে পড়া বিমানে ছিলেন ৫ ভারতীয়। তাঁরা হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল ও সঞ্জয় জয়সওয়াল।

বিমানটির ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। এখনও অবধি ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানযাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

নেপালের ভারতীয় দূতাবাসে হেল্পলাইন খোলা হয়েছে। কাঠমান্ডুর হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫১১০৭০২১ (দিবাকর শর্মা), পোখরার হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫৬০৩৭৬৯৯ (লেফট্যানেন্ট কর্নেল শশাঙ্ক ত্রিপাঠী)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Plane crash, #Nepal

আরো দেখুন