রাজ্য বিভাগে ফিরে যান

মুশকিল আসান She-Corner, গঙ্গাসাগর মেলায় মহিলাদের জন্যে অভিনব উদ্যোগ রাজ্যের

January 15, 2023 | < 1 min read

গঙ্গাসাগর মেলা মানেই কোটি কোটি মানুষের সমাগম। এবার সাগর মেলায় মহিলা ও শিশুদের জন্য চালু হল নয়া উদ্যোগ। এই উদ্যোগের নাম হল ‘শী কর্নার’  (She Corner)। মহিলারা যাতে আরও নিশ্চিন্তে ও নির্ঝঞ্জাটে সাগর মেলায় অসতে পারেন, সেই উদ্দেশ্যেই শী কর্নার তৈরি হয়েছে।​

মেয়েদের জন্যই একান্তভাবে তৈরি হয়েছে এই শী-কর্নার। এখানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবেন মহিলারা। একই সঙ্গে ন্যাপকিন বদল করার জায়গাও জোগাবে শী-কর্নার। গঙ্গাসাগর মেলায় এই প্রথম নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু ন্যাপকিনের জোগান দেওয়া নয়, শী কর্নার হয়ে উঠছে মায়েদেরও নিরাপদ আশ্রয়। গঙ্গাসাগর মেলায় সন্তানকে নিয়ে এলে, আর তার খাওয়ার চিন্তা করতে হবে না। শিশুদের জন্যে গরম দুধের ব্যবস্থা রাখা হচ্ছে। ‘শী কর্নার’-এ গেলেই হবে, কোলের ছোট সন্তানদের মেলার ভিড়ে আড়ালে বসে বুকের দুধ খাওয়াতে পারবেন মায়েরা। বেবিফুডও রাখা থাকছে এই শী কর্নারগুলিতে। বাচ্চাকে নিয়ে কোনও মা এলে, বিনামূল্যে খাবার দিচ্ছেন কর্মীরা।দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই শী কর্নারগুলো চালাচ্ছেন। স্বেচ্ছাসেবী হিসেবেই মহিলারা ২৪ ঘণ্টা পরিষেবা দিচ্ছেন। গঙ্গাসাগর মেলায় মোট ৫ টি ‘শী-কর্নার’ রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি পয়েন্টে আরও কয়েকটি ‘শী কর্নার’ তৈরি করা হয়েছে। সেই ক্যাম্পগুলোতে যাচ্ছেন মায়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar Mela, #Gangasagar mela 2023

আরো দেখুন