বাংলাই ব্যবসার সেরা ঠিকানা, ঋণ পাবেন রাজ্যের মহিলা উদ্যোগপতিরা
করোনা পেরিয়েও সচল ও সজীব বাংলার অর্থনীতি। ক্রমেই বিনিয়োগের সেরা ঠিকানা হয়ে উঠেছে বাংলা। মাথাপিছু ঋণের নিরিখে কয়েক বছর ধরেই প্রথম সারিতে বাংলা। এবার বাংলার মহিলা উদ্যোগপতিদের পাশে দাঁড়াতে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে কাজ করবে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন। অ্যাসোসিয়েশন অব মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনস অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল এমনটাই জানিয়েছেন। বাংলার মহিলা ব্যবসায়ীদের জন্য কাজ করবেন তারা। ঋণ দেওয়ার পাশাপাশি ব্যবসার বাজার তৈরির কাজও করবে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
জানা গিয়েছে বাংলার ছ’টি জেলাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। প্রায় ১২ হাজার মহিলাকে ঋণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। গত অর্থবর্ষে এদেশে ক্ষুদ্র ঋণের ব্যবসা হয়েছিল ২.৭ লক্ষ কোটি টাকার। মনে করা হচ্ছে, চলতি অর্থবর্ষের শেষে, ব্যবসার পরিমাণ ৩.২৫ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। পুরো দেশের মধ্যে বাংলায় প্রায় ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। বলাবাহুল্য, বাংলাই এখন দেশের মধ্যে ব্যবসার অন্যতম অনুকূল এলাকা।