বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবিতে কেন্দ্রের কাছে আর্জি জানাবে রাজ্য
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে কেন্দ্রের কাছে আবেদন করতে চলেছে রাজ্য। জানা গিয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গোয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের মাধ্যমেই সরকারিভাবে আবেদন জানানো হবে। গত কয়েক মাস যাবৎ আবেদন করার প্রয়োজনীয় প্রস্তুতি চালাচ্ছে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গোয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ।
প্রসঙ্গত, মালয়ালম, তামিল, ওড়িয়া ইত্যাদি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে মোদী সরকার। কিন্তু বাংলা এখানও সে স্বীকৃতি পায়নি। বাংলা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন এক ভাষা। বাংলা ভাষায় অজস্র ধ্রুপদী সাহিত্যিক ও সাংস্কৃতিক নজির ছড়িয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানে ভরপুর বাংলা। এর আগেও একাধিকবার রাজ্যের তরফে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু অন্যান্য আঞ্চলিক ভাষা সেই স্বীকৃতি পেয়ে গেলেও, বাংলা আজ ব্রাত্য। এবার উঠে পড়ে লেগেছে রাজ্য।