দেশ বিভাগে ফিরে যান

সব ছেলের! সুস্মিতার ভাগ্যে কিছুই নেই? ললিতের কান্ডে গুঞ্জন নেটপাড়ায়

January 16, 2023 | 2 min read

সদ্যই ললিত মোদীর নাকে অক্সিজেন নল গোঁজা ছবি সামনে এসেছে। কোভিডের জোড়া ধাক্কা, নিউমোনিয়ায় ভুগে অধুনা অক্সিজেন সাপোর্টে রয়েছেন ললিত মোদী। অসুস্থতার মধ্যেও হাসপাতাল থেকেই ললিত নিজে টুইট করে উত্তরাধিকারীর নাম ঘোষণা করলেন। টুইটে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান লেখেন, অবসর নেওয়া ও পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময় এটা। তিনি আরও লেখেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি তার সমস্ত সম্পত্তি ছেলে রুচির মোদীকে দিচ্ছেন। এই কথা প্রকাশ্যে আসতেই, শুরু হয়েছে চাঞ্চল্য। নেটপাড়ায় গুঞ্জন, সুস্মিতা সেনকে সম্পত্তির কানাকড়িও দিলেন না প্রাক্তন আইপিএল কর্তা?

লন্ডনের হাসপাতালের বেডে শুয়ে দুদিন আগে, বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ললিত। আর আজ রবিবার উত্তরাধিকারের নাম ঘোষণা করলেন। জানা যাচ্ছে, ললিত কুমার মোদীর সমস্ত সম্পত্তির প্রাপক তিন জন, স্ত্রী মিনাল, ছেলে রুচির ও মেয়ে আলিয়া। একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে ললিত দেশ ছাড়েন। এখন তিনি লন্ডনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে ভারতে। গত বছরের জুলাইয়ে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠতার কথা সামনে এসেছিল। তারা দু-জনে নানা জায়গায় বেড়াতে গিয়েছেন, সেই সব ছবি সমাজ মাধ্যমে পোস্টও করেন ললিত। তখন সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছিলেন ললিত। কিন্তু তারপরেই ছবিগুলো ডিলিট করেন ললিত। সুস্মিতাও সে সম্পর্কে কিছু বলেননি। ললিত মোদীর অসুস্থতার খবরে, সুস্মিতার ভাই রাজীব দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু ছেলে নামে সব সম্পত্তি দেওয়াতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সম্পত্তির একটুও পাবেন না অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা?

TwitterFacebookWhatsAppEmailShare

#Sushmita Sen, #successor, #Ruchir Modi, #Lalit Modi

আরো দেখুন