..." />
বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত ‘কাম সেপ্টেম্বর’-এর নায়িকা জিনা লোলোব্রিজিদা

January 17, 2023 | 2 min read

প্রয়াত হলেন ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian

গতকাল জিনা লোলোব্রিজিদার প্রপৌত্র ইটালির কৃষিমন্ত্রী ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা টুইট করে জিনার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian

গত শতকের ৫০ ও ৬০-এর দশকের বিনোদন পত্রিকাগুলি জিনা লোলোব্রিজিদাকে (Gina Lollobrigida) বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে আখ্যায়িত করত।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian

১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত জন হুস্টনের পরিচালনায় ‘বিট দ্য ডেভিল’ ছবিটি ছিল জিনার প্রথম ইংরেজি ছবি। ১৯৬১ সালে করা ‘কাম সেপ্টেম্বর’ ছবিটি জিনাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian

অভিনয় জীবন ছাড়ার পর আলোকচিত্রের জগতে চলে আসেন জিনা।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian

১৯৭৩ সালে তাঁর প্রথম আলোকচিত্রের বই ‘ইতালিয়া মিয়া’ প্রকাশিত হয়। ১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে ভূষিত হন জিনা।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- টুইটার

১৯৯৩ সালে ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর জয় করেন জিনা।

ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা, ছবি সৌজন্যে- theguardian
TwitterFacebookWhatsAppEmailShare

#Dead, #Gina Lollobrigida, #Italian Actress, #Hollywood Actress, #Hollywood Movies

আরো দেখুন