প্রয়াত ‘কাম সেপ্টেম্বর’-এর নায়িকা জিনা লোলোব্রিজিদা
প্রয়াত হলেন ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা।
গতকাল জিনা লোলোব্রিজিদার প্রপৌত্র ইটালির কৃষিমন্ত্রী ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা টুইট করে জিনার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫।
গত শতকের ৫০ ও ৬০-এর দশকের বিনোদন পত্রিকাগুলি জিনা লোলোব্রিজিদাকে (Gina Lollobrigida) বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে আখ্যায়িত করত।
১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত জন হুস্টনের পরিচালনায় ‘বিট দ্য ডেভিল’ ছবিটি ছিল জিনার প্রথম ইংরেজি ছবি। ১৯৬১ সালে করা ‘কাম সেপ্টেম্বর’ ছবিটি জিনাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল।
অভিনয় জীবন ছাড়ার পর আলোকচিত্রের জগতে চলে আসেন জিনা।
১৯৭৩ সালে তাঁর প্রথম আলোকচিত্রের বই ‘ইতালিয়া মিয়া’ প্রকাশিত হয়। ১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে ভূষিত হন জিনা।
১৯৯৩ সালে ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর জয় করেন জিনা।