দেশ বিভাগে ফিরে যান

কর্নাটকেও বাংলা মডেল, এবারেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণ

January 17, 2023 | < 1 min read

ফের বাংলাকে অনুকরণ। বাংলার সরকার সামাজিক প্রকল্প চালু করে চমকপ্রদ সাফল্য পেয়েছে। বিশ্ব থেকে দেশের সর্বত্র বাংলার বিভিন্ন প্রকল্পের সুখ্যাতি শোনা যায়। এগুলি বাংলাকে নানা ক্ষেত্রে হাজারও স্বীকৃতি এনে দিয়েছে। অন্যান্য রাজ্য ও রাজনৈতিক দল বাংলার এসব প্রকল্পের অনুকরণ করছেন। কর্নাটকে ভোট আসন্ন, সেখানে নির্বাচনী বৈতরণী পেরোতে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে হাতিয়ার করল কংগ্রেস।

গতকাল সে রাজ্যের মহিলাদের মাসে ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কার্যত ইস্তাহারের সুরে তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে বছরে ২৪ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবেন তারা। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে নাম মিলিয়ে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গৃহলক্ষ্মী যোজনা’ (Gruha Lakshmi Yojana)।

প্রসঙ্গত, এরা আগে হিমাচল নির্বাচনে মডেল বাংলা অস্ত্রে কিস্তিমাত করেছিল কংগ্রেস (Congress)। হিমাচল বিধানসভা নির্বাচনের প্রাককালে, হিমাচল প্রদেশে কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার হবে। তারপর নির্বাচন হয়েছে, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪০টি আসন জিতে কংগ্রেস সরকার গড়েছে। জানা যাচ্ছে, হিমাচল সরকার ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পটি বাস্তবায়িত করার পদক্ষেপ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka, #Lakshmir Bhandar, #Gruha Lakshmi Yojana, #Congress

আরো দেখুন