রাজ্য বিভাগে ফিরে যান

পঁচাত্তর লক্ষ স্নান! পুণ্যার্থীদের ডুবেই রেকর্ড সাগরমেলার ঝুলিতে

January 17, 2023 | 2 min read

নজির গড়েছে সাগরমেলা, তাও যে সে নজির নয় স্নান নজির। করোনার রক্ত চক্ষু নেই এবার, ফলে দুবছর পর স্বাভাবিক গঙ্গাসাগর মেলায় যে ভিড় বাড়বে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। কেবল ভিড় বাড়াই নয়। এবারের ভিড় যে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করতে চলেছে, সে আভাস মিলেছিল আগেই। শনি ও রবিবারের জনজোয়ারে তা নিশ্চিত করে দিয়েছিল। ভিড় ৭৫ লক্ষ ছুঁয়েছে। গঙ্গাসাগর থেকে গতকাল রাজ্যের এক মন্ত্রী জানান, সোমবার সকালের মধ্যে প্রায় ৭৫ লক্ষ মানুষ সাগরে স্নান করেছেন। সাগরের জলে ডুব দিয়ে কপিলমুনি মন্দিরের দিকে ছুটছেন অসংখ্য পুণ্যার্থী, গতকালও এ দৃশ্য ধরা দিয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে মকরস্নানের মাহেন্দ্রক্ষণ শেষ হয়েছে। গঙ্গাসাগর সম্পর্কে অভিজ্ঞ মানুষদের মতে, পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ শেষ হয়ে যাওয়ার ১২ ঘণ্টা পরেও এত মানুষের স্নান বিগত বহু বছরেও চোখে পড়েনি।

গঙ্গা সাগরমেলা, ছবি সৌজন্যে- Ashit Golder/ ফেসবুক

কুয়াশা ও নদীর নব্যতা কম থাকার জেরে, বারবার মুড়িগঙ্গার ভেসেল পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে বহু তীর্থযাত্রীর মেলায় আসা বিলম্বিত হয়েছে। মেলায় এসেই তারা ডুব দিতে গিয়েছে। সোমবার সকালেও সেই ভিড় চোখে পড়েছে। সরকারিভাবে আজ গঙ্গাসাগর মেলা শেষ হবে। মনে করা হচ্ছে, আজও অল্পবিস্তর ভক্তরা আসবেন। প্রশাসনিক কর্তারা মনে করছেন, এবার সাগরে আগত তীর্থযাত্রীর সংখ্যা ৮০ লক্ষ ছুঁতে পারে। সোমবার সকালেও মেলার বাসস্ট্যান্ডে বহু পুণ্যার্থী বোঝাই বাস এসেছে। ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে মেলা থেকে কচুবেড়িয়া ঘাটমুখী বাস পরিষেবা ঘণ্টাখানেক বন্ধ রাখতে হয়। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মেলার মাঠের ব্যবস্থাপনার দরাজ প্রশংসা করেছেন পুণ্যার্থীরা।

গঙ্গা সাগরমেলা, ছবি সৌজন্যে- Ashit Golder/ ফেসবুক
TwitterFacebookWhatsAppEmailShare

#Ganga Sagar, #Pilgrims, #Ganga Sagar Mela 2023

আরো দেখুন