খেলা বিভাগে ফিরে যান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি শুভমনের, ভেঙে দিলেন একের পর এক রেকর্ড

January 18, 2023 | 2 min read

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দ্বিশতরান করলেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রান করেন তিনি। শুভমন গিল ফের বুঝিয়ে দিলেন কেন টিম ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা করে কোনও ভুল করেনি। রোহিত শর্মা’র ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষানকে বাদ দিয়ে কেন শুভমন গিলকে বেছে নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিলেন অনেকে। সেই শুভমন বুধবার হায়দরাবাদে দেড়শো করলেন এবং বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। ১০০০ রান করতে এক দিনের ক্রিকেটে বিরাট ২৪টি ইনিংস নিয়েছিলেন। ১৯টি ইনিংসে এক দিনের ক্রিকেটে ১০০০ রান করলেন শুভমন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে অনবদ্য ডাবল সেঞ্চুরি হাঁকালেন তরুণ ওপেনার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিখুঁত, কপিবুক শটে সাজানো ইনিংসে গিল বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতেই এসেছেন তিনি। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভাল করেছিলেন রোহিত এবং গিল দু’জনেই। রোহিত ভাল শুরুটা কাজে লাগাতে না পারলেও গিল ফের নিজের জাত চেনালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১১৬ রান করেছিলেন ভারতের এই তরুণ ওপেনার।

শুভমন ছাড়া ভারতের আর কোনও ব্যাটারই এদিন সে ভাবে রান পাননি। রোহিত ৩৪ রান করে সাজঘরে ফেরেন। বিরাট করেন ৮ রান। নিজের শেষ ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিশন চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করেন। সূর্যকুমার যাদব শুরুটা ভাল করেছিলেন। দ্রুত রান তুলছিলেন। কিন্তু ৩১ রান করে আউট হয়ে যান তিনি। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও।
শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) ওয়ানডেতে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Double century, #India, #New Zealand, #Shubman Gill

আরো দেখুন