হালকা বৃষ্টির সঙ্গে ফের নামল পারদ, কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
কলকাতাসহ রাজ্যের তাপমাত্রা ফের নিম্নমুখী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আচমকা দক্ষিণবঙ্গে উধাও হয়েছে শীত। দিন কয়েক ঠান্ডা কম ছিল। সোমবার থেকে ঠান্ডা ফের বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস জানাচ্ছে ফের জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে।
তবে ২২ জানুয়ারি থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একই রকম থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস , কলকাতার গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। অন্য দিকে, হাড় কাঁপানো ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিঙের তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গিয়েছে। এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গায় থাকবে কুয়াশার দাপট।