দেশ বিভাগে ফিরে যান

আয় বাড়াতে সরকারি বিমা প্রকল্পগুলির প্রিমিয়াম বাড়াচ্ছে মোদী সরকার?

January 19, 2023 | 2 min read

মোদী সরকার কি সরকারি বিমা প্রকল্পগুলির প্রিমিয়াম বাড়াতে চলেছে? তেমনই ইঙ্গিত মিলছে, আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনায় বসবে অর্থমন্ত্রক। উল্লেখ্য, গত বছর জুন মাসে আমজনতার জন্য কেন্দ্রের বিভিন্ন বিমা প্রকল্পের প্রিমিয়ামের অঙ্ক বৃদ্ধি করেছিল মোদী সরকার। বিমা প্রকল্পগুলির এখনকার অবস্থা কেমন তা জানতে চাইছে সরকার। সেই কারণেই নাকি বৈঠক, খবর এমনটাই। অর্থমন্ত্রকের কর্তারা বৈঠকে হাজির থাকবেন। শোনা যাচ্ছে, ফের বিমার প্রিমিয়াম বাড়ানো হবে কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে। 

ক্রমশ প্রকট হচ্ছে আর্থিক ঘাটতি, তাই কোষাগার ভরাতে মরিয়া মোদী সরকার। সেই কারণেই নানান পন্থা অবলম্বন করছে মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটের আগেই নানান মহলের সঙ্গে আলোচনা শুরু করেছে অর্থমন্ত্রক। এতে উস্কে উঠছে নানান জল্পনা। আগামী অর্থ বছরে বিভিন্ন সরকারি বিমার প্রিমিয়াম বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার কেমন চলছে সে প্রশ্নও উঠছে। মনে করা হচ্ছে ফসল বিমা যোজনার প্রিমিয়ামও বাড়ানো হবে?

বিমা থেকে সরকারি সংস্থা এবং বেসরকারি বিমা সংস্থার ভালই লাভ হচ্ছে। পরিসংখ্যান বলছে, শেষ তিন বছরে ফসল বিমার প্রিমিয়াম বাবদ ১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা এসেছে। ওই সময়সীমার মধ্যে কৃষকদের বিমার দাবি মেটাতে ১ লক্ষ ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সোজা হিসেবেই বলে দিচ্ছে, প্রিমিয়াম বাবদ ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে বিমা সংস্থাগুলি। হয়ত এই লাভের নেশাই আরও প্রিমিয়াম বাড়ানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে, ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সে প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, মূল্যবৃদ্ধির কারণে মোদীর স্বপ্নের জন ধন প্রকল্পের ডিপোজিট কমেই চলেছে। কেন এমনটা হচ্ছে, তা নিয়ে ব্যাঙ্ক কর্তাদের প্রশ্ন করা হতে পারে। মনে করা হচ্ছে এসব নিয়ে বৈঠকে আলোচনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#insurance, #Modi Government

আরো দেখুন