দেশ বিভাগে ফিরে যান

মিলছে না সমাধান সূত্র! মোদীর স্বপ্নের শ্রম কোড এখন বিশ বাঁও জলে?

January 20, 2023 | < 1 min read

মোদী সরকারের লক্ষ্য বলতে কেবল ক্ষমতায় ফেরা। নানান রাজ্যে আপত্তি তাই মোদীর স্বপ্নের শ্রম কোড এখন বিশ বাঁও জলে!শ্রমমন্ত্রকের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে,​২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে চারটি শ্রম কোডকে (labour code) আইন হিসেবে কার্যকর করতে পারছে না মোদী সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা, লোকসভা ভোটের আগে আইন কার্যকর না হলে, বিজেপির ব্র্যান্ড মোদী ইমেজের মুখ পুড়বে। ফলে জট কাটাতে ঝাঁপাতে পারে মোদী সরকার (Modi Govt) কিন্তু গোল মেটার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, সামাজিক সুরক্ষা সংক্রান্ত অকুপেশনাল সেফটি কোড, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড একই সঙ্গে পাস করিয়েছিল মোদী সরকার। কিন্তু অদ্যাবধি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড নিয়ে কোনও বিজ্ঞপ্তিই প্রকাশ করে উঠতে পারেনি দেশের ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। অকুপেশনাল সেফটি কোড ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত শ্রম কোডের ক্ষেত্রে, বিজ্ঞপ্তি প্রকাশ করে উঠতে এমন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা যথাক্রমে ১১টি এবং ১০টি। বাংলা থেকেও আপত্তি উঠেছে। মোদী সরকারের শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব আলোচনা-বৈঠক করেও সমাধান সূত্র খুঁজে পাননি। সমস্যা মেটাতে ফের রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারে মোদী সরকার, এমনটাই খবর মিলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#labour code, #modi govt

আরো দেখুন