রাজ্য বিভাগে ফিরে যান

RSS-এর মতাদর্শে বিশ্বাস ছিল না নেতাজির, ভগবতের সভার আগে বিস্ফোরক অনিতা

January 20, 2023 | < 1 min read

বারেবারে নেতাজিকে নিয়ে গৈরিকীকরণের অভিযোগ উঠেছে সঙ্ঘ ও বিজেপির বিরুদ্ধে। সামনেই ২৩ জানুয়ারি, ওইদিন কলকাতার শহীদ মিনারের পাদদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী পালন করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ‘নেতাজি লহ প্রণাম’ শীর্ষক কর্মসূচি নিয়েছে সঙ্ঘ। সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গতকালকেই সঙ্ঘ প্রধান শহরে এসেছে। এ জিনিস পছন্দ হয়নি নেতাজি কন্যা অনিতা বসু পাফের (Anita Bose Pfaf)। তিনি সাফ জানিয়েছেন, সুভাষচন্দ্র আরএসএস-এর (RSS) মতাদর্শে বিশ্বাসী ছিলেন না।
 
নেতাজি-কন্যা অনিতা স্পষ্ট জানিয়েছেন, তাঁর বাবা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা ছিলেন। নেতাজি বিশ্বাস করতেন সবাই মিলে একসঙ্গে থাকা করা যায়। নেতাজি (Subhas Chandra Bose) কন্যার কথায় আরএসএস এমনটা মনে করে না। তাঁর কথায়, নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। তিনি মনে করেন, আরএসএস তা করতে পারবে না। সঙ্ঘ হিন্দু জাতীয়তাবাদী ভাবধারা প্রসার করতে চায়, নেতাজির মতাদর্শের সঙ্গে তা কখনওই মেলে না। সেই কারণে তিনি জানাচ্ছে, সঙ্ঘ যদি নেতাজিকে ব্যবহার করতে চায়, তাহলে তিনি সমর্থন করবেন না। কেবল মুখে মুখেই নেতাজির কথা আওড়ানোর নিন্দায়ও সরব তিনি। প্রসঙ্গত, নেতাজির সঙ্গে নাকি সঙ্ঘের সুসম্পর্ক ছিল, একথা অনেকদিন ধরেই শুনিয়ে আসছে আরএসএস। যদিও ঐতিহাসিক, ইতিহাসবিদ, গবেষকদের মতে, সঙ্ঘ এবং নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর ছিল। এবার নেতাজি-কন্যাও সরব হলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Anita Bose Pfaff, #RSS, #Netaji Subhash Chandra Bose

আরো দেখুন