মাঘেই শীতের বিদায়! কী বলছে আবহাওয়া দপ্তর?
রাজ্য থেকে উধাও হবে শীতের আমেজ। ফের বঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী সপ্তাহে পারদ ছুঁতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিং ছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো গরমেই কাটতে পারে।
আগামী ২০ জানুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে।