দেশ বিভাগে ফিরে যান

বিজেপিতে যোগ না দিলে ‘বুলডোজার’ দাওয়াই!

January 21, 2023 | < 1 min read

এবার বিরোধীদের জন্যও বিজেপির বুলডোজার (Bulldozer) দাওয়াই! বিজেপিতে যোগ না দিলে বাড়িতে চলবে বুলডোজ়ার। মধ্যপ্রদেশের পঞ্চায়েতমন্ত্রী মহেন্দ্র সিংহ সিসৌদিয়া (Mahendra Singh Sisodia) ঠিক এই ভাষাতেই বিরোধী দল কংগ্রেসের নেতা-কর্মীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

রাঘোগড় জেলায় আয়োজিত বিজেপির জনসভায় মহেন্দ্রর বক্তৃতার ওই অংশটির ভিডিও ক্লিপ নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘সময় হয়ে আসছে। ২০২৩ সালেও বিজেপিই ক্ষমতায় আসবে। এবার আস্তে আস্তে বিজেপি শিবিরে চলে আসুন। নইলে মামাজির বুলডোজার তৈরিই আছে। খুব সাবধান।’ উল্লেখ্য, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য রাজনীতিতে ‘মামাজি’ বলেই পরিচিত।

উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘সৌজন্যে’ ইতিমধ্যেই নতুন মাত্রা পেয়েছে বুলডোজ়ার। নিছক একটি যন্ত্র নয়, সংখ্যালঘু এবং বিরোধীদের উৎপীড়নে সরকারি ব্যবস্থাপনার রূপক হিসেবে এটি আত্মপ্রকাশ করেছে। অভিযোগ, এ বার মধ্যপ্রদেশেও একই পথে হাঁটছে পদ্ম শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bulldozer, #Mahendra Singh Sisodia, #bjp

আরো দেখুন