বাঙালির প্রেম দিবসে থাকবে না শীতের আমেজ! বঙ্গের শীত বিদায় কি আসন্ন?
কুয়াশায় ঢাকা সকাল হলেও, হাওয়া অফিস জানিয়েছে আজ থেকেই কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো তাপমাত্রা বাড়বে শহরে। আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে শীতের মেয়াদ খুব বেশি হলে ২৩ জানুয়ারি অবধি। নেতাজীর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো উষ্ণই থাকবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
আগামী সপ্তাহ থেকে হাওয়ার গতি আবহাওয়ার বদল জানান দেবে, কার্যত উধাও হবে শীত। যদিও জেলায় আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই। রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে বাড়তে বাড়তে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও, পরে আকাশ পরিষ্কার থাকবে। তবে সকাল-সন্ধ্যে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।
অন্যদিকে, আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে যাবে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। সোমবার থেকে চড়তে পারে পারদ। তাপমাত্রার পারদ আর নীচের দিকে নামবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বেই।