দেশ বিভাগে ফিরে যান

নিউজ এগ্রিগেটরদের লাভের দিন খতম, নয়া নিয়ম আনছে মোদী সরকার?

January 22, 2023 | < 1 min read

হাজার হাজার সংবাদমাধ্যম সংবাদ পরিবেশন করে, কিন্তু একজন মানুষের পক্ষে সব জায়গার সংবাদ খুঁজে পড়া কার্যত অসম্ভব। তখনই দরকার পড়ে নিউজ এগ্রিগেটরদের। গুগল নিউজ, ইয়াহু নিউজ, বিং নিউজের মতো ওয়েবসাইটগুলি সেই কথা চিন্তা করেই, খবরগুলিকে একত্র করে। সময় ও পরিশ্রম দুটোই লাঘব। ডেইলি হান্টের মতো অনেক অ্যাপও রয়েছে, এই কাজ করে। ফেসবুক, ব্লগলিনেস, ফ্লিপবোর্ডের মতো সংস্থাগুলি সমাজমাধ্যমে নিউজ এগ্রিগেট হিসেবে কাজ করে। এবার তাদের নয়া নিয়মের গেরোয় ফেলতে চাইছে মোদী সরকার। ​কোনও সংবাদমাধ্যমের খবরের লিঙ্ক একজায়গায় এনে কিংবা শেয়ার করে, আর লাভের টাকা ঘরে তোলা যাবে না। লাভের ন্যায্য পাওনা খবরের প্রকৃত প্রকাশকদের দিতে হবে। গুগল, ফেসবুকের মতো নিউজ এগ্রিগেটরদের কার্যত এমনই বার্তা দেওয়া হয়েছে।

দেশের ১৭টি শীর্ষ সংবাদ প্রকাশনা সংস্থার মিলিত সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের কনক্লেভে এমনই ইঙ্গিত দিয়েছেন মোদী সরকারের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিভিন্ন প্রযুক্তি সংস্থা সার্চ রেজাল্ট ও ফিড হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে। তা থেকে লাভও আসে সংস্থার। এবার সেই লাভের অংশ তুলে দিতে হবে খবরের প্রকাশকদের। পৃথিবীর বহু দেশেই এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে, ভারতও কি সেই পথে এগোচ্ছে? ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #news aggregator

আরো দেখুন