কেরোসিনে বাংলার বরাদ্দ কমাল মোদী সরকার, বিপদে পড়বে আম জনতা
প্রতিবেশী অসম, বিহার, ওড়িশার থেকেও কম পরিমাণ কেরোসিন দেওয়া হচ্ছে বাংলাকে। তার ওপর মোদী সরকার বাংলার জন্য বরাদ্দ কেরোসিনের ৮৭ শতাংশ কমিয়ে দিল । স্বাভাবিকভাবেই রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলার সরকার।
রাজ্যের খাদ্য দফতরের সচিব পারভেজ আমেদ সিদ্দিকি রাজ্যবাসীর জন্য কেরোসিন বন্টনে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের কাছে লিখিতভাবে অভিযোগ করল রাজ্য সরকার। সেই চিঠিতে কেরোসিনের বরাদ্দ বাড়ানোর দাবিও করা হয়েছে।
চলতি ২০২২-২৩-এ পশ্চিমবঙ্গের জন্য জন্য তিন মাসের বরাদ্দ কেরোসিনের পরিমাণ ছিল ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার। কিন্তু গত অক্টোবর মাসে সেই পরিমান কমিয়ে করা হয় ৮৮ হাজার কিলোলিটার, যা প্রায় অর্ধেক। ২০২৩-এর জানুয়ারি মাস থেকে বরাদ্দ আরও কমিয়ে করা হয়েছে ২২ হাজার ৩৫৬ কিলোলিটার। অর্থাৎ প্রায় ৮৭ শতাংশ কম।