সত্যজিৎ রায়ের পর আবার অস্কারের মঞ্চে বাঙালি
ফের অস্কারের মঞ্চে বাঙালি চলচ্চিত্র পরিচালক। শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে অস্কার পুরস্কারের লড়াইয়ের জন্য। এর আগে বাঙালির অস্কার বলতে সত্যজিৎ রায়ের সারা জীবনের সম্মান। তাতে অবশ্য প্রতিযোগিতার কোনও অবকাশ ছিল না। সত্যজিতের আজীবনের কাজের স্বীকৃতির জন্য তাঁকে ওই পুরস্কার দিয়েছিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স।
৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতে নিয়েছিল বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস্’।উৎসবে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য মনোনীত হয়েছিল ছবিটি।
পাশাপাশিই, স্বপ্নপূরণ করে ইতিহাস গড়ল ‘আরআরআর’। অস্কারের মঞ্চে সেরা গানের বিভাগে মনোনয়ন অর্জন করল ছবির গান ‘নাটু নাটু’। সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী পরিচালিত এই গান আগেই স্বীকৃতি পেয়েছে গোল্ডেন গ্লোব ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চে। এবার লরেল মুকুটের সম্মান উঠল ‘আরআরআর’-এর মাথায়।