‘বড়পাসরাস ট্যাগোরেই’, বাঙালির রবি ঠাকুরের নামে ডাইনোসর নাম!
বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, তাঁর নামে রাস্তা, সেতু, নগর, মঞ্চ, স্টেডিয়ামের অভাব নেই গোটা দেশজুড়ে। এমনকি বিদেশের বহু কিছুর সঙ্গে মিশে রয়েছেন কবিগুরু। কবিতা, উপন্যাস, গল্প, গান, সর্বত্র তিনি। কিন্তু তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে, আরও এক জীব। সে জীব আজ অবলুপ্ত। কোটি কোটি বছর আগে তখনও মানুষ আসেনি, সে সময় এ পৃথিবীজুড়ে ছিল তাদের বিচরণ। বিষয়টা আশ্চর্যের! কবিগুরুর নামে এক ডাইনোসরের নামকরণ হয়েছে, অবাক কান্ড হলেও; ইহাই সত্য!
কোটি কোটি বছর আগে ভারতে দাপিয়ে বেড়াত দানবীয় আকারে এক ডাইনোসর। জাতিতে সরোপড তারা গোত্রীয়, বিজ্ঞানসম্মত নাম বড়পাসরাস ট্যাগোরেই। বলাবাহুল্য, রবীন্দ্রনাথ টেগোর থেকে ট্যাগোরেই এসেছে। বড়পাসরাস নামটাও বাংলায় ‘বড় পা’ থেকে নেওয়া হয়েছে। ১৯৬১ সালে এই প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করা হয়। সে’বছর ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ। সেই কারণে রবীন্দ্রনাথকে সম্মান জানাতে ডাইনোসরের নাম রাখা হয়েছিল তাঁর নামে। দুই বাঙালি বিজ্ঞানী তপন রায়চৌধুরী ও শংকর চট্টোপাধ্যায় ১৯৭৫ সালে বড়পাসরাসকে নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।