বিনোদন বিভাগে ফিরে যান

পাঠান: সমাজমাধ্যমে ভাইরাল দ্বিতীয় পুরুষের ডায়লগ, জানুন কেন?

January 27, 2023 | < 1 min read

দ্বিতীয় পুরুষ সিনেমার খোকাকে মনে আছে? কি বলেছিল সে? আসুন জেনে নেওয়া যাক। খোকা এক বন্ধু কে ফোন করে জিজ্ঞেস করে শাহরুখ খানের নতুন বই কি চলছে? উত্তর আসে জানিনা, এখন তো ওর বই বেশি চলে না। জবাবে এই খোকা বলে – “ফিরবে, ব্যাক করবে,যখন করবে তখন কোনও…. পার পাবে না”।

এবার মনে পড়ল কী এই ডায়লগ কোন সিনেমায় শুনেছেন? খোকা কে এবার চিনতে পারছেন? হ্যাঁ ঠিকই ধরেছেন পরিচালক সৃজিতের মুখার্জির ছবি দ্বিতীয় পুরুষের খোকা ওরফে অনির্বাণ ভট্টাচার্যের সংলাপ এটি।

হঠাৎ দ্বিতীয় পুরুষ ও খোকার কথা এখানে কেন? ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। ৪ বছর পর বাদশা শাহরুখ খানের কামব্যাক হয়েছে। ভক্তরা যেমন খুশি হয়েছে তেমনই বিশ্ব জুড়ে দ্রুততম ১০০ কোটির বক্স অফিস কালেকশনের নতুন রেকর্ড গড়েছে এই ছবি। প্রত্যেক শো হাউসফুল যাচ্ছে । প্রত্যেক হলের বাইরে ভিতরে শাহরুখ ভক্তদের আনন্দ, উন্মাদনা প্রমাণ করেছে শাহরুখ খানের প্রতি তাদের ভালোবাসা। রাজার এই রাজকীয় প্রত্যাবর্তনে সবাইকে মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় পুরুষ সিনেমার খোকার সেই বিখ্যাত সংলাপ শাহরুখ খানের কামব্যাক নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দ্বিতীয় পুরুষ ছবির সেই সংলাপের ভিডিও। খোকার কথাই যেন বাস্তবে রূপ পেল বাদশার কামব্যাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#khokha, #Dwitiyo Purush, #Viral, #Social Media, #Shahrukh Khan, #Srijit Mukherji, #Anirban Bhattacharya, #Pathaan

আরো দেখুন