বুধবার মুক্তি পাবার পর শাহরুখ খানের ‘পাঠান’ এক দিনের মধ্যেই ১০০কোটির ক্লাবে পৌঁছে গেল ।
‘পাঠান’ বুধবার বিশ্বের ১০০টিরও বেশি দেশে প্রায় ২৫০০ বেশি স্ক্রিনে মু্ক্তি পায়। ছবিটি প্রায় ৫০ কোটির বেশি অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড গড়ে। বিশ্ব জুড়ে দ্রুততম ১০০ কোটির বক্স অফিস কালেকশনের নতুন রেকর্ড গড়ল কোনও হিন্দি ছবি।
পাঠান মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় ১৫ কোটির বেশি ব্যবসা করেছে। কানাডা ও আরব দুনিয়াও বিপুল পরিমাণে সাড়া পেয়েছে ছবিটি। তরণ আদর্শের মতো বক্স অফিসের ট্রেড অ্যানালিস্ট টুইট করেন পাঁচ দিনের মধ্যেই বলিউডকে ২০০কোটির ব্যবসা দেবে পাঠান।