খেলা বিভাগে ফিরে যান

অবশেষে এল জয়, ঘরের মাঠে ওড়িশাকে হারালো মোহনবাগান

January 28, 2023 | < 1 min read

আইএসএল-এ জয়ের মুখ দেখল মোহনবাগান। ঘরের মাঠে যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে দিলে ফেরান্দোরা। ম্যাচের প্রথমে তিন মিনিটের মাথায় প্রথম গোল করে সবুজ মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। ১-০-এগিয়ে থেকে হাফটাইমে সাজঘরে ফেরে মেরিনার্সরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফের দিমিত্রি পেত্রাতোস দ্বিতীয়বার ওড়িশার গোলে বল জড়িয়ে দেন। ব্যবধান বাড়ে, ২-০-এ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষ খেলার স্কোর লাইন হয় ২-০। পেত্রাতোসের জোড়া গোলে ভর করে তিন পয়েন্ট ছিনিয়ে নিল এটিকে।

আজকের জয়ের পর লীগ টেবিলের তিনে পৌঁছল মোহনবাগান। ১৫ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ২৭পয়েন্ট। অন্যদিকে, ওড়িশা তালিকায় সাতে নেমে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Odisha FC, #Mohun Bagan fc, #ISL

আরো দেখুন